মাঝি নিয়ে আপনার যেকোনো প্রশ্নের উত্তর খুজেঁ নিন নিচের প্রশ্নসমহূ থেকে ।
মাঝি কি এবং এটি কিভাবে কাজ করে?
মাঝি একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে ছোট থেকে বড় সব ধরণের ব্যবসার জন্য ই-স্টোর তৈরি করা যাবে সহজেই। এফ-কমার্স, রিটেইলার ও যে কোনো ব্যবসায়ী কয়েকটি ক্লিকের মাধ্যমেই পেয়ে যাবে তাদের নিজস্ব ওয়েবসাইট ও অ্যাপ। আরো আছে অ্যানালিটিকস, পেমেন্ট গেটওয়ে, প্রশিক্ষণ ও অন্যান্য সব ফিচার যা আপনার ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করবে। সুতরাং কোন বিনিয়োগের ঝামেলা ছাড়াই নিমিষেই ব্যবসা পরিচালনা হবে মাঝিতে।
মাঝি ব্যবহারের জন্যে কি আমার প্রযুক্তি সম্পর্কে বিশদ জানার প্রয়োজন আছে ?
না । মাঝি ব্যবহারে জন্যে প্রযুক্তি সম্পর্কে অনেক জানার কিংবা অনেক বেশি টেকনিক্যালি স্মার্ট হবার দরকার পরবে না। মাঝি খুব সহজে যে কেউ ব্যবহার করতে পারবে । আর এর মাধ্যমে ব্যবসার প্রসার করতে পারবে ।
মাঝি কি ফ্রী ব্যবহার করা যাবে ?
মাঝি সকলের জন্যে উন্মুক্ত একটি ওয়েবসাইট । যেখানে প্রাপ্তবয়স্ক যে কেউ তাদের ব্যবসা পরিচালনা করতে পারে।
আমি কি আমার অনলাইন স্টোর নিজের ইচ্ছেমতো সাজাতে পারবো ?
হ্যাঁ আপনি আপনার অনলাইন স্টোরটি নিজের ইচ্ছে মতো সাজাতে পারবেন । আমাদের বিশাল থিমের সম্ভার থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দমত থিম যেটি আপনার ব্র্যান্ড কে করবে বৈচিত্র্যময় । এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
প্রোডাক্ট শিপিং কি নিজেই করতে হবে?
আপনি আপনার পছন্দের ডেলিভারি সার্ভিস ব্যবহার করে গ্রাহকদের কাছে পণ্য পাঠাতে পারবেন।
মাঝিতে কিভাবে সাইন আপ করবো ?
অ্যাপ: মাঝি বিক্রেতা অ্যাপটি ডাউনলোড করে এবং একটি বৈধ ফোন নম্বর ব্যবহার করে সাইন আপ করুন। আপনি আপনার নম্বরে একটি ওটিপি পাবেন যা অ্যাপে প্রবেশ করে সাইন আপ করতে হবে। সাইন আপ শেষ হলে অ্যাডমিন দ্বারা একাউন্টটি অনুমোদনের জন্য কিছুসময় অপেক্ষা করুন। অনুমোদন শেষে আপনি একটি মেসেজ পাবেন। ব্যাস তৈরি হয়ে গেলো আপনার একাউন্ট। এখন সাইন ইন করে যোগ করুন স্টোরের লোগো, নাম এবং ব্যবসার বিষয়বস্তু ও মন মতো সাজান আপনার স্টোর।
ওয়েবসাইট: মাঝি ওয়েবসাইটে গিয়ে “ওপেন শপ” বাটনে ক্লিক করুন। আপনাকে একটি সাইন আপ পেজে পাঠানো হবে যেখানে আপনাকে আপনার বৈধ ফোন নম্বর প্রদান করতে হবে। আপনি আপনার নম্বরে একটি ওটিপি পাবেন যেটি লিখতে হবে। সাইন আপ শেষ হলে অ্যাডমিন দ্বারা একাউন্টটি অনুমোদনের জন্য কিছুসময় অপেক্ষা করুন। অনুমোদন শেষে আপনি একটি মেসেজ পাবেন। ব্যাস তৈরি হয়ে গেলো আপনার একাউন্ট। এখন সাইন ইন করে যোগ করুন স্টোরের লোগো, নাম এবং ব্যবসার বিষয়বস্তু ও মন মতো সাজান আপনার স্টোর।
আমি কিভাবে আমার নিজের ওয়েবসাইট তৈরি করব?
প্রথমে, আপনাকে majhi.com.bd থেকে মাঝি সেলার অ্যাকাউন্টের জন্য নিবন্ধন করতে হবে। আপনি যখন স্টোর খুলবেন, তখন আপনার দোকানের নামে একটি URL স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। আপনি URL এ ক্লিক করলে এটি আপনাকে দোকানের ওয়েবসাইটের গ্রাহকের পেজে নিয়ে যাবে। এই URLটি বিক্রেতার ওয়েবসাইট এবং অ্যাপের হোম পেজে এবং সেটিংসে দৃশ্যমান হবে।
আমি কিভাবে আমার অ্যাপ তৈরি করতে পারি ?
আপনার স্টোর অনুমোদিত হওয়ার পরে, অ্যাডমিন গ্রাহক অ্যাপ তৈরি করবে। আপনার অ্যাপ তৈরি হলে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন। তারপরে সেটিংসে গিয়ে “আপনার নিজস্ব অ্যাপ নিন” ক্লিক করে আপনার অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
মাঝির মাধ্যমে আমার বিক্রি কিভাবে বাড়বে?
মাঝি আপনাকে আপনার গ্রাহকদের কাছে দ্রুত পৌঁছাতে এবং আপনার পণ্যগুলিকে আরও কার্যকরভাবে প্রচার করতে সহায়তা করবে। বিজনেস কার্ড, ব্যানার, স্ট্যাটিক পোস্ট ইত্যাদি টেমপ্লেট ব্যবহার করে সহজভাবে আপনার পণ্যের মার্কেটিং করতে পারবেন ফেসবুক এবং ইন্সটাগ্রামে । এছাড়াও কুপন কোড এবং QR কোড রয়েছে যা আপনার ওয়েবসাইটের প্রতি ভোক্তাদের আকর্ষণ বাড়াতে সাহায্য করবে । কারন গ্রাহকরা সহজেই এই QR কোড স্ক্যান করে আপনার স্টোরে এক্সেস করতে পারবেন ।
এছাড়াও যেকোন প্রশ্নের উত্তরের জন্যে সরাসরি ইমেল করুন এই ঠিকানায় [email protected] । অথবা এই লিংকে ক্লিক করুন Contact Us